ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তরফে প্রকাশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের তরফে প্রকাশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী আবেদনকারীরা nsic.co.in -এ গিয়ে আবেদন পাঠাতে পারেন। এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর।
সূত্রের খবর , অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে জনজাতি, উপজাতি, ওবিসি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে ১৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।
জাতীয় ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের তরফে প্রকাশিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৫১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ১৯টি পদ ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
২টি পদ মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স বিভাগের জন্য ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জন্য ২১টি পদ বরাদ্দ রাখা হয়েছে।
৫টি পদে নিয়োগ করা হবে টেকনোলজি বিভাগে। এছাড়াও ল অ্যান্ড রিকোভারি বিভাগ, কোম্পানি সেক্রেটারি ও রাজভাষা পদেও কর্মী নিয়োগ করা হবে।