আপনার তথ্য ডার্ক ওয়েবে, বিক্রি বিপুল অঙ্কের টাকায়! খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আপনি কি জানেন আপনার ডেটাও ডার্ক ওয়েবে থাকতে পারে ? এখানেই শেষ নয় , সেই সব ডেটা আবার বিক্রি হয় প্রচুর টাকায় ডার্ক ওয়েবে। শুধু তাই নয় , আপনার ব্যক্তিগত ডেটা ডার্ক ওয়েবে চলে গেলে কয়েক সেকেন্ড লাগবে কিন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে।
তবে কিভাবে মুক্ত হবেন ?
১. প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।
২. সেটিংসে যাওয়ার পর আপনাকে গুগল অপশনে ট্যাপ করতে হবে।
৩. যত তাড়াতাড়ি আপনাকে Google-এ ক্লিক করতে হবে।
৪. এবার আপনি পরবর্তী ধাপে লেখা Manage Your Google Account দেখতে পাবেন সেই অপশনে ট্যাপ করুন।
৫. Manage Your Google Account-এ ট্যাপ করার পরে, আপনাকে পরবর্তী ধাপে Security option-এ ক্লিক করতে হবে।
আরও পড়ুন :: মিসড কলেই গায়েব হতে পারে ব্যাংকের টাকা
৬. সিকিউরিটি-এ ক্লিক করার পর আপনাকে একটু নিচে স্ক্রোল করতে হবে। এখানে বিভিন্ন লেখা দেখতে পাবেন, সেখানেই দেখুন আপনার ই-মেইল আইডি ডার্ক ওয়েবে আছে কি না।
৭. ইমেইল আইডির ঠিক নিচে আপনি Run Scan with Google One অপশন দেখতে পাবেন। এই অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে মোবাইল ব্রাউজারের মাধ্যমে একটি নতুন পেজ খুলে যাবে।
৮. এখানে আপনি স্ক্যান করার অপশন পাবেন , স্ক্যান করার পর আপনাকে View Results-এ ক্লিক করতে হবে।
৯. Results পাওয়ার পরে আপনি দেখতে পাবেন কোন অ্যাপগুলি থেকে কখন ডার্ক ওয়েবে আপনার ডেটা ফাঁস হয়েছে।
গুগল ওয়ানের দুর্দান্ত ফিচারের মাধ্যমে তার সাহায্যেই জানতে পারবেন ডার্ক ওয়েবে ডেটা ফাঁস হয়েছে কি না। এছাড়াও কোন কোন অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনার ব্যক্তিগত ডেটা চুরি করা হচ্ছে , আপনি তাও জেনে যাবেন। তাই সতর্ক হন এখনিই , সুরক্ষিত করুন আপনার অ্যাকাউন্ট।