প্রযুক্তি

অনলাইনে ২০০০ টাকার বেশি লেনদেন? এবার পেমেন্টের সময় লাগবে ৪ ঘণ্টা!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অনলাইনে ২০০০ টাকার বেশি লেনদেন? এবার পেমেন্টের সময় লাগবে ৪ ঘণ্টা!

অনলাইনে ২,০০০ টাকার বেশি লেনদেন করেন, সেই ক্ষেত্রে তার জন্য অন্তত চার ঘণ্টা সময় লাগবে। ফলে ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হবে। প্রসঙ্গত , অনলাইন পেমেন্টের প্রবণতা যত বাড়ছে, ততই বাড়ছে জালিয়াতি। আর এই জালিয়াতি রোধ করতে নয়া পরিকল্পনা সরকারের।

প্রাথমিকভাবে, অর্থের কোন পরিমাণ বেঁধে দিতে চায়নি সরকার। কিন্তু বিভিন্ন পক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি মহলের মত , মুদি দোকানের মতো ছোট আকারের লেনদেনের ক্ষেত্রে এই পরিকল্পনা জটিলতা সৃষ্টি করতে পারে। তাই ২,০০০ টাকার নীচে লেনদেনের ক্ষেত্রে এই ৪ ঘণ্টার বিলম্ব আরোপ করা হবে না।

অ্যাকাউন্ট তৈরির পর প্রথম লেনদেনের ক্ষেত্রে তো এই সময় লাগবেই। এছাড়া, দুই ব্যবহারকারীর মধ্যে টাকা আদান প্রদানের ক্ষেত্রে এই সময় লাগবে। তবে নয়া পদ্ধতি তাৎক্ষণিক অর্থ প্রদান পরিষেবা , রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এর মত ডিজিটাল পরিষেবায় প্রয়োগ করা যাবে।

আরও পড়ুন ::

Back to top button