রাজ্য

দুধ, মাংস, ডিম উৎপাদনে সাফল্য – কেন্দ্রের পরিসংখ্যানে বাংলার স্বীকৃতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দুধ, মাংস, ডিম উৎপাদনে সাফল্য – কেন্দ্রের পরিসংখ্যানে বাংলার স্বীকৃতি

দুধ, মাংস, ডিম উৎপাদনে সাফল্য – কেন্দ্রের পরিসংখ্যানে বাংলার স্বীকৃতি। একটি পরিসংখ্যান গত ২৬ শে নভেম্বর প্রকাশ করেছে। প্রসঙ্গত , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একাধিক প্রশাসনিক বৈঠকে দুধ, ডিম ও মাংস উৎপাদনে রাজ্যকে স্বনির্ভরতার কথা বলেছেন। বিনিয়োগকারীদের আহ্বানও জানিয়েছিলেন।

নবান্ন সূত্রে খবর , ২০২২ ২৩ অর্থবর্ষে কোন রাজ্য কত পরিমান ডিম দুধ ও মাংস উৎপাদন করতে পেরেছে ও বৃদ্ধির হার কত হয়েছে তার একটা পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র। ডিম উৎপাদন বৃদ্ধির হার সবথেকে বেশি হওয়ায় গোটা দেশের মধ্যে চতুর্থ স্থান পেয়েছে রাজ্য।

গোটা দেশের মধ্যে ১১.৯ শতাংশ মাংস উৎপাদন করেছে এ রাজ্য। ২০২২ ২৩ অর্থবর্ষে ডিম উৎপাদনে বৃদ্ধির হার ২০.১ শতাংশ। ২০২২ -২৩ অর্থবর্ষে দুধ উৎপাদনে দ্বিতীয় স্থান দখল , দুধ উৎপাদনে ৮.৬৫ শতাংশ বৃদ্ধির হার হয়েছে। যাকে কার্যত ইতিবাচক হিসেবে দেখছেন রাজ্যে প্রশাসনিক মহল।

আরও পড়ুন ::

Back to top button