ওপার বাংলারাজ্য

বাংলাদেশে ভূমিকম্প, তার প্রভাবে কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গে – কম্পন দক্ষিণ কলকাতার কিছু অংশেও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলাদেশে ভূমিকম্প, তার প্রভাবে কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গে – কম্পন দক্ষিণ কলকাতার কিছু অংশেও

বাংলাদেশে ভূমিকম্প। তার প্রভাবে কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গে। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৮। সূত্রের খবর , বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, রামগঞ্জ থেকে ৫ কিলোমিটার উত্তরে, ভূ-পৃষ্ঠের প্রায় ৫৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎস স্থল।

শনিবার সকাল ন’টা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে (বাংলাদেশের স্থানীয় সময় ন’টা পঁয়ত্রিশ মিনিট) কম্পন অনুভূত হয়। বাংলাদেশের সব জেলা থেকেই কম্পন অনুভব করেছেন বাসিন্দারা।

রাজ্যের একাধিক জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগণার বসিরহাট, হিঙ্গলগঞ্জ ও টাকিতে কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভব করেছেন স্থানীয় বাসিন্দারা।

মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। দক্ষিণ কলকাতার কিছু অংশেও অনুভব করা গয়েছে ভূমিকম্প। শনিবার ছুটির সকালে কম্পন অনুভূত হওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন ::

Back to top button