জাতীয়

‘‘কাশ্মীর সমস্যার মূলে কে ছিলেন? আমি কখনওই বলিনি নেহরু ক্ষতিকারক…. কিসের ইঙ্গিত দিলেন শাহ ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Amit Shah : ‘‘কাশ্মীর সমস্যার মূলে কে ছিলেন? আমি কখনওই বলিনি নেহরু ক্ষতিকারক…. কিসের ইঙ্গিত দিলেন শাহ ? - West Bengal News 24

২০২৩-এ লোকসভায় দাঁড়িয়ে জোর গলায় অমিত শাহ বললেন , ‘Pok আমাদের’৷ শুধু তাই নয় , জম্মু ও কাশ্মীর বিধানসভার আসন পুনর্বিন্যাসের কথাও ঘোষণা করলেন তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় জানান, আগে জম্মুতে ৩৭ টি আসন ছিল, এখন নতুন বিল অনুযায়ী, তা বাড়িয়ে ৪৩ করা হয়েছে। অন্যদিকে, আগে কাশ্মীরে ৪৬ টি আসন ছিল। নতুন বিলের আওতায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৭।

২০১৯ সালের ৫ ই আগস্ট ৷ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ যা মোদি জমানার অন্যতম সাহসী ‘পদক্ষেপ’ বলে উল্লেখিত। তবে জম্মু ও কাশ্মীরে সময় পার হয়ে গেলেও অনেক দিন থেকেই বিধানসভা নির্বাচন স্থগিত রয়েছে। লোকসভা নির্বাচনের সঙ্গেই সেখানে ভোট হবে কি না সে বিষয়ে অবশ্য কোনও ইঙ্গিত দেননি শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘বহু বছর ধরে নেহরুর আমলে করা ভুলের খেসারত কাশ্মীরকে বহন করতে হয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় ভুল – যখন আমাদের সেনাবাহিনী পাঞ্জাবে পৌঁছে গিয়েছিল, তখনই যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া হয়৷ যদি আর তিন দিন পরে যুদ্ধবিরতি ঘোষণা করা হত, তাহলে POK এর জন্ম হত না। আজ PoK ভারতের অংশ হত। দ্বিতীয়ত , ভারতের অভ্যন্তরীণ বিষয় রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়া।’’

বুধবার লোকসভায় পেশ করা হল জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল এবং ২০২৩ সালের জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘কাশ্মীর সমস্যার মূলে কে ছিলেন ? আমি কখনওই বলিনি নেহরু ক্ষতিকারক৷…এই বিল, তাঁদের জন্য , যাঁদের উপরে অন্যায় হয়েছে , যাঁরা অপমানিত এবং অবহেলিত হয়েছে।’’

লোকসভায় বিলটি পেশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন , ‘‘ POK এর জন্য ২৪ টি আসন সংরক্ষিত হয়েছে৷ কারণ POK আমাদের ( POK হামারা হ্যায়)।’’ প্রসঙ্গত , নতুন বিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্যেও ২৪ টি আসন সংরক্ষিত করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের এই মন্তব্যের পরেই হাততালিতে ভরে ওঠে লোকসভা৷ ট্রেজারি বেঞ্চের দিক থেকে ওঠে জয়ধ্বনি৷

আরও পড়ুন ::

Back to top button