রাজ্যশিক্ষা

চাকরিপ্রার্থীদের আন্দোলনে আশার আলো, তবে আইনি জটিলতা রয়েই গেল

Job Seekers Protest : : চাকরিপ্রার্থীদের আন্দোলনে আশার আলো, তবে আইনি জটিলতা রয়েই গেল - West Bengal News 24

চাকরির দাবিতে ১ হাজার দিনেরও বেশি সময় ধরে আন্দোলনরত এলএসএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে সোমবার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে চাকরিপ্রার্থীরা জানান, বৈঠক সদর্থক হয়েছে এবং তাঁরা আশাবাদী যে তাদের চাকরির দাবি পূরণ হবে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “চাকরিপ্রার্থীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আমরাও চাই তারা দ্রুত চাকরি পাক। তবে কিছু আইনি জটিলতা রয়েছে। আমরা চেষ্টা করছি সেসব জটিলতা দূর করতে। আশা করি আদালতের রায়ের পর দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে।”

আগামী ২২ ডিসেম্বর আবারও চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। তার আগে ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি আছে। ব্রাত্য বসু বলেন, “আদালতের রায়ের পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”

প্যানেলের মেয়াদ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দুঁদে আইনজীবীর দাবি, এক বছরের বেশি সময় হলে এ সংক্রান্ত প্যানেল ‘মৃত’। কল্যাণের বক্তব্য নিয়ে ব্রাত্য বসু বলেন, “বিষয়টা সুপ্রিম কোর্টই ঠিক করবে। সবটাই আইনের লোকেরাই ঠিক করবেন। আদালতের রায়ের দিকে তাই আমরা তাকিয়ে।”

আরও পড়ুন ::

Back to top button