জাতীয়

খুলছে জগন্নাথ করিডোর, জানুয়ারিতে নয়া রূপে পুরীর জগন্নাথ মন্দির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jagannath temple corridor : খুলছে জগন্নাথ করিডোর, জানুয়ারিতে নয়া রূপে পুরীর জগন্নাথ মন্দির - West Bengal News 24
Srimandir Heritage Corridor Puri Odisha

বেশ কয়েকদিন ধরেই পুরীর মন্দিরের সৌন্দর্যায়নের কাজ চলছিল। সেই কাজ সম্পন্ন হয়েছে। এবার নয়া রূপে ভক্তদের আহ্বান জানাবে শতাব্দী প্রাচীন এই মন্দির। এবার ২০২৪ সালের জানুয়ারির ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুরীতে। লাগাতার ৩ দিন ধরে যজ্ঞ।

উল্লেখ্য, এই প্রকল্পের জন্য ৬০০ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়েছেন। প্রায় ১৫.৬৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। পুরীর মন্দিরে এই ‘মন্দির পরিক্রমা’ প্রকল্পটি তৈরি হয়েছে ৯৪৩ কোটি টাকা খরচ করে। ১০ মিটার চওড়া পথ তৈরি হয়েছে ভক্তদের জন্য। সবুজ ঘাসে ঘেরা ৭ মিটার চওড়া ‘বাফার জোন’ তৈরি হয়েছে সেই পথের দু’পাশে।

থাকছে যাত্রী নিবাস, রয়েছে তথ্য সংযোগ কেন্দ্র। এবার একসঙ্গে ৬০০০ ভক্তের লাইন দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে মন্দিরে। একসঙ্গে ৪ হাজার পরিবারের জিনিস রাখার স্টোরেজ ফেসিলিটি তৈরি হয়েছে। তাছাড়া পানীয় জল, টয়েলেটের জায়গা তৈরি করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগেই এবার ভক্তগণের সামনে নয়া রূপে পুরীর জগন্নাথ দেবের মন্দির।

আরও পড়ুন ::

Back to top button