কলকাতা

রাস্তা আটকে দেওয়া যাবে না কেকদোকান – বড়দিনের আগেই অভিযান কলকাতা পুরসভার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাস্তা আটকে দেওয়া যাবে না কেকদোকান - বড়দিনের আগেই অভিযান কলকাতা পুরসভার

আসন্ন ‘‌বড়দিন’‌ যিশুখ্রীষ্টের জন্মদিনে এখন থেকে শহর জুড়ে ফেস্টিভ মুড। এখন কেক–পেস্ট্রির বাজার। তবে এই মর্মে গুরুত্বপূর্ন নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। রাস্তা আটকে বিক্রী করা যাবে না কেক , দেওয়া যাবে না দোকান।

দোকানের জায়গা ছেড়ে বাড়তি জায়গা নিয়ে ব্যবসা করলে কলকাতা পুরসভা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। রীতিমত অভিযান চালিয়ে তল্লাশী শুরু করেছেন পুর আধিকারিকরা। কেকের পসরা সাজিয়ে বসলে এবং ধরা পড়লে কড়কড়ে ৫০০ টাকা জরিমানা করা হবে।

অভিযোগ , রাস্তার উপর কেকের পসরা সাজিয়ে বসে ব্যবসা করার জেরে পথচলতি মানুষজন বেজায় অসুবিধার মধ্যে পড়ছেন। কেউ কেউ ধাক্কা পর্যন্ত খাচ্ছেন। এমনকী দোকানের জায়গার বাইরে গিয়েও রাখা হচ্ছে কেক–পেস্ট্রি এবং অন্যান্য জিনিসপত্র। এবার বেআইনি কাজের বিরুদ্ধে অভিযানে নেমে সতর্ক করছেন কলকাতা পুরসভা।

আরও পড়ুন ::

Back to top button