জাতীয়

বাড়ছে না ভোজ্য তেলের মূল্য, আগামী ১৫ মাস মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Edible Oil Price : বাড়ছে না ভোজ্য তেলের মূল্য, আগামী ১৫ মাস মধ্যবিত্তের হেঁসেলে স্বস্তি - West Bengal News 24

আগামী কয়েক মাসে বাড়বে না ভোজ্য তেলের দাম। ২০২৫ সালের মার্চ অবধি রান্নার তেলের দাম বাড়বে না। কারণ ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক বাড়াবে না কেন্দ্র। এর আগে ২০২৪ সালের মার্চ অবধি আমদানি শুল্ক না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

২০২৫ সালের মার্চ মাস অবধি তা জারি থাকবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। ভোজ্য তেলের দাম এই শুল্কের উপর অনেকাংশে নির্ভরশীল। সানফ্লাওয়ার, সয়াবিন এবং সর্ষের তেলের সবথেকে বড় বাজার ভারতে। সব মিলিয়ে শুল্ক কমানোর জেরে দাম বাড়বে না ভোজ্য তেলের।

সূত্রের খবর , রিফাইন্ড সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের উপর আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করেছে। দেশের চাহিদা মেটানোর জন্য ভোজ্য তেলের একটি বড় অংশ আমদানি করে ভারত। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোজ্য তেলের বাজার।

দেশের চাহিদার ৬০ শতাংশ ভোজ্য তেলই আমদানি করে ভারত। এর মধ্যে পাম তেল সবথেকে বেশি আমদানি করা হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে। তার উপর ধার্য হওয়া শুল্ক না বৃদ্ধির জেরে দাম বাড়ার সম্ভাবনা কম থাকল। এর জেরে আগামী ১৫ মাস ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা।

আরও পড়ুন ::

Back to top button