রাজ্য

লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারী কর্মচারী নিয়োগ – অনুমোদন মন্ত্রীসভার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারী কর্মচারী নিয়োগ - অনুমোদন মন্ত্রীসভার

লোকসভা ভোটের মুখে বিপুল নিয়োগ হতে চলেছে দমকল বিভাগে। দমকল বিভাগের সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা , খবর নবান্ন সূত্রে। তবে দমকল দফতরের নিয়োগের ক্ষেত্রে আলাদা কোনও কমিশন নেই। এই দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন।

নবান্ন সূত্রে খবর , দু’বার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে দমকল বিভাগে এক হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তাব পেশ করা হয়। ফায়ার অপারেটর পদে মোট তিন হাজার শূন্য পদে রয়েছে। প্রথম পর্যায়ে এক হাজার অপারেটর নিয়োগ করা যেতে পারে।

লোকসভা ভোটের আগেই পাবলিক সার্ভিস কমিশন এই শূন্য পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে বলেই মনে করা হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর পিএসসিকে প্রস্তাব পাঠাবে রাজ্য দমকল দফতর। তারপরেই পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

আরও পড়ুন ::

Back to top button