রাজ্য

সন্দেশখালিতে রক্ত ঝরেছে, কেন আক্রান্ত ইডি? নবান্নের রিপোর্ট তলব শাহী মন্ত্রকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সন্দেশখালিতে রক্ত ঝরেছে, কেন আক্রান্ত ইডি? নবান্নের রিপোর্ট তলব শাহী মন্ত্রকের

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি , আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। ঘটনার পর কেটেছে ৪ দিন। এবার আসরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার এই ঘটনায় নবান্নের কাছে রিপোর্ট তলব করল অমিত শাহের মন্ত্রক।

এদিকে , সোমবার রাতে কলকাতায় এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার সকালেই ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর , এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকাদের কেন আক্রান্ত হতে হল , তা নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই রিপোর্ট চেয়েছে কেন্দ্র। গত শুক্রবার ওই ঘটনার পর সিআরপিএফ রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রককে।

শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েই আক্রান্ত হতে হয় ইডিকে। মাথা ফাটে দুই আধিকারিকের। পরে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের। সন্দেশখালির ঘটনায় ইডি এফআইআর দায়ের করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, এফআইআরে খুনের চেষ্টার অভিযোগের ধারা রাখেনি পুলিশ। এমনকি, এফআইআরের কপিও দেওয়া হয়নি বলেও অভিযোগ।

আরও পড়ুন ::

Back to top button