রাজ্য

বাংলায় বাড়বে শীতের আমেজ, আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস নেই

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Weather Update : বাংলায় বাড়বে শীতের আমেজ, আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস নেই - West Bengal News 24

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে বাংলায় শীতের আমেজ ফিরে এসেছে। আগামী সাতদিন জেলায় জেলায় ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তারপর তিনদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না।

দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। তার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গের উঁচু এলাকায় আপাতত তুষারপাতের পূর্বাভাস নেই। তবে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। যার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button