জানা-অজানা

এটিএমে গিয়েছেন? কিন্তু সাবধান! মেশিন থেকে বার হতে পারে জাল নোট!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এটিএমে গিয়েছেন? কিন্তু সাবধান! মেশিন থেকে বার হতে পারে জাল নোট!

আপনার নগদে টাকা দরকার? এটিএমে গিয়েছেন? কিন্তু সাবধান ! মেশিন থেকে বার হতে পারে জাল নোট! কিন্তু , হতাশ হওয়ার কারণ নেই। অবিলম্বে কিছু কাজ করলে জাল টাকা ফেরৎ পাওয়া যায়। কীভাবে টাকা ফেরৎ হতে পারে জেনে নিন।

১) আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে থাকেন এবং আপনার মনে হয় যে এই নোটটি আসল নয়, তাহলে প্রথমেই নোটের ছবি তুলুন।

২) এরপর এটিএমে লাগানো সিসিটিভি ক্যামেরার সামনে নোটটি উল্টে দেখান। যাতে ক্যামেরা রেকর্ড করতে পারে যে, এই নোটটি এটিএম থেকেই বেরিয়েছে।

৩) এবার এই লেনদেনের রসিদ নিন এবং এটির একটি ফটো তুলে রাখুন।

আরও পড়ুন :: চাকরির পাশাপাশি বাড়তি আয় করার ৫ উপায়

৪) এখন এটিএম থেকে নোট এবং রসিদ নিয়ে ব্যাঙ্কে যান। পুরো বিষয়টি ব্যাঙ্কের কর্মচারীকে বলুন। তারপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেটি পূরণ করার পর আপনাকে একটি রসিদ এবং জাল নোট ব্যাঙ্কে জমা দিতে হবে।

৫) ব্যাঙ্ক প্রথমে এই জাল নোট চেক করবে এবং তারপর আপনাকে আসল নোট দেবে।

৬) যদি আপনি প্রচুর টাকা উত্তোলন করেন এবং তারপরে আপনি একটি জাল নোট খুঁজে পান, তাহলে আপনাকে সেই নোটটি নিয়ে RBI-এর শাখায় যেতে হবে। এটিএমের রসিদ এবং নোট RBI -কে দিতে হবে। তারপর আরবিআই তদন্ত করবে। তারপর আপনি আপনার টাকা ফেরত পাবেন।

দেশে ডিজিটাল লেনদেন শুরু হওয়ার পর থেকে নগদ লেনদেন কমে এসেছে। তবে এখনও যেখানে UPI গ্রহণ করা হয় না, সেখানে নগদ পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে এটিএম থেকে নগদ তুলতে হবে।

আরও পড়ুন ::

Back to top button