রাজনীতিরাজ্য

লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে অভিষেকের প্রশাসনিক বৈঠক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে অভিষেকের প্রশাসনিক বৈঠক - West Bengal News 24

সামনেই লোকসভা নির্বাচন। নিজেদের মতো করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলো। লোকসভা ভোটকে পাখির চোখ করে মিটিং-মিছিল করছে সমস্ত দল।

রবিবার ডায়মন্ড হারবারে সভা করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেখান থেকেই লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন বলে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিধায়ক। বলেন, আগামী ২৪এর নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রথম স্থানে আসবে আইএসএফ।

অর্থাৎ পিছিয়ে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফের এমনটাই দাবি করেছেন তিনি। দাবি করেন, রাজ্যে গণতন্ত্র নেই। এদিন সিএএ প্রসঙ্গ তুলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতে নিজের লোকসভা কেন্দ্রে প্রশাসনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলায় একটি নতুন প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতি মন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের পান্নালাল হালদার।

উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান সহ একাধিক তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। প্রেক্ষাগৃহে উদ্বোধনের পর লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবার লোকসভা সভা কেন্দ্র সকল জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠকের কথা কয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেকের বৈঠকে দলের নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন জেলা শাসক, বিডিও, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত প্রধান ও পুর প্রধান, পঞ্চায়েত সভাপতিরাও। সাধারণত সমগ্র জেলার বৈঠক হলে তখনই জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকেন। তবে এ ক্ষেত্রে কেবলমাত্র একটি লোকসভা কেন্দ্রের বৈঠক হলেও সেখানে দেখা যাবে তাঁদের।

থাকবেন দলের সব বিধায়কও। আমতলায় নব নির্মিত অডিটোরিয়ামে হবে ওই বৈঠক।ওই কেন্দ্র থেকে পরপর দুবার জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যদি এই কেন্দ্র থেকে লড়েন, তাহলে তৃতীয়বারের জন্য টিকিট পাবেন তিনি। বর্তমানে অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সামলাচ্ছেন।

ওই কেন্দ্রে অন্যান্য বিরোধী দল কাদের টিকিট দেবে, তা নিয়েও জল্পনা রয়েছে। উঠে এসেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নামও।

রাজনৈতিক মহলের একাংশ বলছে, গত পাঁচ বছরে পরিস্থিতি বদলেছে অনেক। একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে লোকসভা ভোটে শাসকদলের রণকৌশল কী হবে, সেটাই দেখার।

আরও পড়ুন ::

Back to top button