রাজনীতিরাজ্য

জোটের আসন রফায় কংগ্রেসকে কটাক্ষ অভিষেকের, বাংলায় একলা চলো নীতি মমতার?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : জোটের আসন রফায় কংগ্রেসকে কটাক্ষ অভিষেকের, বাংলায় একলা চলো নীতি মমতার? - West Bengal News 24

কেন্দ্রের এনডিএ সরকারকে সরাতে ইতিমধ্যেই জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২২ টি রাজনৈতিক দল। একাধিকবার বৈঠক , নির্বাচিত জোটের কো- অর্ডিনেটর। তার মধ্যেই চলেছে নাটক। জোটসঙ্গী হিসাবে জোট ছেড়েছেন নীতীশ কুমার।

তবে এবার বাংলার মাটিতে জোটের ভবিষ্যত নিয়ে বেঁধেছে আশঙ্কার কালো মেঘ। গতকাল আমতলায় এসে বাংলায় ইন্ডিয়া জোটে আসন বণ্টন নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটিতে জোটের ভবিষ্যত নিয়ে সন্দিহান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এক বন্ধনীতে সিপিএম-বাম-কংগ্রেসের নাম উচ্চারণ করেছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন নি:সন্দেহে জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা যাই থাকুক না কেন , জোট ইন্ডিয়ায় তিনি নিশ্চিত ভাবে রয়েছেন।

তবে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ক্ষেত্রে ভোট যুদ্ধে কংগ্রেসকে এক ইঞ্চিও জমি কোনও ভাবে ছেড়ে দেবেন না। তাৎপর্য পূর্ণ বিষয় এই যে, আজকের সভা থেকেও রাহুল গান্ধী নাম নিলেন না মমতা। জোট ইন্ডিয়া নিয়েও মুখ খোলেননি।

আরও পড়ুন ::

Back to top button