রাজ্য

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে দু’দিনের ধর্না শুরু করলেন মুখ্যমন্ত্রী, ধর্নামঞ্চ থেকে সারবেন প্রশাসনিক কাজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে দু’দিনের ধর্না শুরু করলেন মুখ্যমন্ত্রী, ধর্নামঞ্চ থেকে সারবেন প্রশাসনিক কাজ - West Bengal News 24

ডেডলাইন তিনি আগেই দিয়েছিলেন , এবার কথামত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে দু’দিনের ধর্না শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের প্রাপ্য টাকা না মেটায় , তাহলে তিনি ধর্নায় বসবেন বলে কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তার জন্য ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

এ দিন বেলা পৌনে একটা নাগাদ রেড রোডে পৌঁছে বি আর আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে ধর্নায় বসেন তিনি ৷ গত বছর ২৯ এবং ৩০ মার্চ প্রথমবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন মমতা৷

এর পর এই আন্দোলনের রাশ অনেকটাই চলে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে৷ গত বছর ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত দিল্লিতে রাজঘাট, যন্তরমন্তর এবং কৃষি ভবনে বিক্ষোভ দেখান অভিষেক৷ কলকাতায় ফিরে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত রাজভবনের সামনে ধর্না দেন অভিষেক৷

কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে পঞ্চায়েত নির্বাচনের আগেও একই ভাবে সরব হয়েছিল তৃণমূল৷ গত ২০ ডিসেম্বর দলের সাংসদদের নিয়ে রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এবার লোকসভা নির্বাচনের আগেও কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটিকেই যে ফের তৃণমূল নেত্রী অস্ত্র করতে চলেছেন তা পরিষ্কার৷ যদিও বিজেপি-র পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে, একাধিক কেন্দ্রীয় প্রকল্প শেষে ইউটিলাইজেশন সার্টিফিকেটই দেয়নি রাজ্য সরকার৷ ক্যাগ রিপোর্টেও বিপুল আর্থিক অনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি।

আরও পড়ুন ::

Back to top button