প্রযুক্তি

মহাকাশেও জমা হয় ধুলো ? বিজ্ঞানীরা জানাচ্ছেন অবাক করা তথ্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মহাকাশেও জমা হয় ধুলো ? বিজ্ঞানীরা জানাচ্ছেন অবাক করা তথ্য

আকাশের দিকে খালি চোখে তাকালে সবকিছু পরিষ্কারভাবে দৃশ্যমান হয়, তাই তো ? কিন্তু আপনি জানলে অবাক হবেন, মহাকাশে শুধুই ধুলো আছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন , এগুলি কোনও সাধারণ ধূলিকণা নয় বরং মহাজাগতিক ধূলিকণা। যাদের কিছুভাবেই দেখতে পাওয়া যায় না। এমনকী সেই সব ধুলো মহাকাশে অবিচারে এদিক থেকে ওদিক ঘুরে বেরায়।

একটি নতুন তারার জন্ম হয় , তখন এটি প্রচুর পরিমাণে ধূলিকণা তৈরি করে। অনেক সময় এই ধুলার সঙ্গে অনেক ধরনের গ্যাস থাকে। বিজ্ঞানীদের মতে, মহাকাশের ধুলোর বেশির ভাগই আসে নক্ষত্রদের থেকে।

মহাকাশে ধূলিকণার মেঘও তৈরি হয়। এই মেঘগুলি ক্ষুদ্র কণা, অণু এবং বিভিন্ন পদার্থের সমন্বয়ে গঠিত হয়।

মহাজাগতিক ধূলিকণা সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণাও করেছেন বিজ্ঞানীরা।মহাকাশ গবেষণা সংস্থার প্রকাশিত ছবিগুলিতে কোথাও কোনও ধুলো দেখা যায় না কেন ? মহাজাগতিক ধূলিকণা খুব সূক্ষ্ম।

তাদের আকার প্রায় ৮০ মাইক্রো মিটার। অর্থাৎ এগুলো মানুষের চুলের চেয়েও ছোট। এই ধূলিকণাগুলো আসে গ্রহাণু, ধূমকেতু থেকে।

আরও পড়ুন ::

Back to top button