প্রযুক্তি

আধার বাতিলের কোনরকম নোটিশ পেলে করণীয় কি?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আধার বাতিলের কোনরকম নোটিশ পেলে করণীয় কি?

আধার বাতিল হলে আপনি পাবেন না কোন সরকারি সুযোগ সুবিধা। আধার বাতিলের কোনরকম নোটিশ পেলে করণীয় কি? কোথায় অভিযোগ করবেন? নতুন আধার কার্ড পেতে গেলে কি করতে হবে? আশঙ্কায় ভুগছেন আমজনতার একাংশ।

আচমকাই গুরুত্বপূর্ণ সরকারি ডকুমেন্ট নিয়ে তৈরি এমন জল্পনা। আধার বাতিল হলে আপনার ব্যাঙ্ক, গ্যাসের কানেকশনের ভবিষ্যৎ কি? আধার কার্ড বাতিল হলে আপনি কিন্তু ভারতের নাগরিক নন!

ইউআইডিএআই কর্তৃপক্ষের স্পষ্ট জবাব, আধার কার্ড কোনভাবেই বাতিল নয়, তবে গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতেই আধার কার্ড আপডেট।

আধার কার্ড কখন আপডেট – বিভিন্ন সময় গ্রাহকদের দেওয়া হবে আপডেট বিজ্ঞপ্তি।

কিন্তু আধার কার্ড নিয়ে অভিযোগ থাকলে গ্রাহকদের কি করনীয়? এই প্রসঙ্গে সরাসরি ইউআইডিএআই ওয়েবসাইটে https://uidai.gov.in/en/contact-support/feedback.html অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন ::

Back to top button