প্রযুক্তি

১ মিনিয়ন মানুষকে নিয়ে মঙ্গল যাত্রা, প্ল্যান তৈরী করছেন এলন মাস্ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১ মিনিয়ন মানুষকে নিয়ে মঙ্গল যাত্রা, প্ল্যান তৈরী করছেন এলন মাস্ক

১ মিলিয়ন মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি। আর তা সম্ভব হবে Starship-এর হাত ধরেই। এমনই অসম্ভবকে সম্ভব করার পরিকল্পনা এলন মাস্কের। টেসলা, স্পেসx এবং স্টারলিংকের মতো কোম্পানির মালিক এলন মাস্কের একটি বিরাট স্বপ্ন রয়েছে।

গত বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক বলেছিলেন, “বিশ্বের সবচেয়ে বড় রকেট ‘স্টারশিপ’ তার পরবর্তী ফ্লাইটে সফল হতে পারে। তার তখনই আমার স্বপ্ন সত্যি হবে। এক কথায় বাস্তব রূপ নেবে। স্পেসএক্স তিন থেকে চার বছরের মধ্যে মঙ্গলে একটি মহাকাশযান অবতরণ করতে পারে। সেই মহাকাশে করেই মানুষ যাবে মঙ্গলে।”

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে তিনি লিখেছেন, “আমরা 1 মিলিয়ন মানুষকে মঙ্গল গ্রহে আনার প্ল্যান তৈরি করছি।” এর আগে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, স্টারশিপই কি এখনও পর্যন্ত সবচেয়ে বড় রকেট এবং মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে ?

সেই প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, “মঙ্গল গ্রহ নিয়ে এখনও অনেক কাজ করা দরকার। মানুষ বিমানের মতো ভ্রমণ করে মঙ্গলে পৌঁছাবে।” ফলে বুঝতেই পারছেন ভবিষ্যতে এমনটাই হবে যে, বিদেশ ভ্রমনের মতো আপনি মঙ্গল ভ্রমণ করতে তার দিকে রওনা দেবেন।

আরও পড়ুন ::

Back to top button