কলকাতা

গঙ্গার নিচে মেট্রো , উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গঙ্গার নিচে মেট্রো , উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

৬ মার্চ রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৬ মার্চ বারাসতে সভার পর কলকাতায় গঙ্গার নীচের মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেও থাকবেন মেট্রোতে। একই সঙ্গে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর উদ্বোধনের পর তারাতলা-মাঝেরহাট মেট্রো উদ্বোধনের কথা রয়েছে তাঁর।

হুগলি নদীর নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। ১৬.৫ কিলোমিটারের এই পথের ১০.৮ কিলোমিটার থাকছে মাটির তলায়। কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। কিছুদিন আগেই তা শেষ হয়েছে। হয়েছে চূড়ান্ত ট্রায়াল রান।

ইতিমধ্যেই কলকাতা মেট্রো ও কেএমআরসিএলকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। দেশের মধ্য়ে এই প্রথম জলের নীচে গড়াবে মেট্রোর চাকা। নয়া নজির তৈরি হতে চলেছে দেশে। তাতেই সাজ সাজ রব গোটা কলকাতাতেই।

আরও পড়ুন ::

Back to top button