জাতীয়

আবর্জনা বিক্রি করে বিপুল লক্ষ্মীলাভ রেলের, কেনা সম্ভব ৫ টি বন্দে ভারত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আবর্জনা বিক্রি করে বিপুল লক্ষ্মীলাভ রেলের, কেনা সম্ভব ৫ টি বন্দে ভারত
A Vande Bharat Express with the new orange gray colour scheme Photo credit ANI

রেলের আয়ের প্রধান উৎস কি ? আয়ের প্রধান উৎসই হল মালবাহী গাড়ি আর যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে এসি থার্ড এবং এসি চেয়ার কার থেকে অধিক আয় করে রেল। তবে উপার্জনের আরও কিছু পথ রয়েছে। তবে এত টাকা নিয়ে কোনো লাভ হয় রেলের ?

উল্লেখ্য, বর্জ্য সামগ্রী থেকে এত বেশি আয় করেছে রেল যে প্রাপ্ত অর্থ দিয়ে প্রায় পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কেনা যায়। রেলওয়ের মতে, আয়ের পাশাপাশি স্ক্র্যাপ বিক্রি করা হলে স্টেশন চত্বরও পরিষ্কার থাকে।

রেলওয়ে ট্র্যাকের টুকরো, স্লিপার এবং টাই বার সংগ্রহ করে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা হয়। এ ছাড়া স্টাফ কোয়ার্টার, কেবিন, জলের ট্যাঙ্কের আবর্জনাও রয়েছে এর মধ্যে। মূল্যবান জমিও খালি করা হচ্ছে এই বর্জ্য বিক্রি করে।

২০২৩-২৪ আর্থিক বছরে স্ক্র্যাপ থেকে আয় ৫১৪.০৬ কোটি টাকা। বার্ষিক বিক্রির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৫০০ কোটি টাকা। উত্তর রেলওয়ে স্ক্র্যাপ বিক্রি থেকে উপার্জনের ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে৷

আরও পড়ুন ::

Back to top button