জাতীয়

কীভাবে সম্ভব এক দেশ, এক নির্বাচন ? রিপোর্ট পেশ রাষ্ট্রপতির দরবারে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কীভাবে সম্ভব এক দেশ, এক নির্বাচন ? রিপোর্ট পেশ রাষ্ট্রপতির দরবারে

এক দেশ এক নির্বাচন কি আদৌ সম্ভব ? ১৪০ কোটির জনসংখ্যার দেশে কী একসঙ্গে সব নির্বাচন করা আদৌ সম্ভব ? সেই উত্তর খুঁজতেই তৈরি করা হয়েছিল উচ্চ পর্যায়ের কমিটি।

তবে আগামী ২০২৯ সালের জন্য একসঙ্গে সমস্ত নির্বাচন করানোর সুপারিশ করা হবে। কীভাবে লোকসভা, বিধানসভা ও অন্যান্য নির্বাচন একসঙ্গে করানো যায়, তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।

আরেক সদস্য জানিয়েছেন, রিপোর্টে সমস্ত স্টেকহোল্ডারদের মতামতই প্রতিফলিত হয়েছে। কমিটির মতে, একসঙ্গে নির্বাচন করানোর সুপারিশ জনগণের কাছে রাখা উচিত। এরপর সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে তারা একবারেই সব নির্বাচন করাবে কি না।

কমিটি নির্বাচনের মাধ্যমে কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটি গঠনের পাঁচ মাস পরে, অবশেষে আজ রিপোর্ট জমা দিতে চলেছে এই কমিটি। কেন্দ্রীয় সূত্রে খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেই ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে রিপোর্ট জমা দিতে চলেছে কমিটি।

আরও পড়ুন ::

Back to top button