জানা-অজানা

লোকসভার আগে বাড়িতে বসেই ভোটার আইডি কার্ড আপডেট করে নিন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Voter Card Update : লোকসভার আগে বাড়িতে বসেই ভোটার আইডি কার্ড আপডেট করে নিন - West Bengal News 24

বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের নির্বাচনী ঘণ্টা, এমন পরিস্থিতিতে ভোটার আইডি কার্ডে আপনার ঠিকানা ভুল থাকলে ভোট দিতে সমস্যা হতে পারে।

ফলে এখনই ভোটার আইডি কার্ডে ঠিকানা আপডেট করতে অনলাইনে আবেদন করে দিন। তবে তার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না।

  • ভোটার আইডি কার্ডে ঠিকানা আপডেট করতে, আপনাকে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in-এ লগ ইন করতে হবে। তারপর ওয়েবসাইটের হোমপেজে Correction of entries in electoral roll দেখতে পাবেন। সেই বিভাগে ক্লিক করুন।
  • এর পরে আপনাকে ফর্ম-8-এ ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনাকে প্রয়োজনীয় কিছু বিবরণ লিখতে হবে। এখানে Self অপশনটি বেছে নিতে হবে। তারপরে Submit-এ ক্লিক করুন।
  • এখানে আপনাকে Shifting of Residence অপশনটি সিলেক্ট করতে হবে। আপনার ঠিকানা বিধানসভা কেন্দ্রের ভিতরে বা বাইরে পরিবর্তন হচ্ছে কি না তাও আপনাকে বেছে নিতে হবে। এর পর Okay ক্লিক করুন।
  • তারপরে আপনাকে আপনার রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, সংসদীয় আসনের তথ্য পূরণ করতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে। এর পরে আপনার আধার নম্বর, ইমেল এবং মোবাইল নম্বর লিখুন। এবার Next অপশনে ক্লিক করুন।
  • এরপরে, আপনার নতুন ঠিকানা লিখুন এবং ভোটার আইডি কার্ডে আপডেট করুন। ডকুমেন্ট আপলোড করার পর Next অপশনে ক্লিক করুন। এরপর ক্যাপচা কোড লিখে Submit বাটনে ক্লিক করতে হবে।

বাড়িতে বসেই করুন আবেদন , যাচাইয়ের সময় আপনার আবেদনটিতে যদি সব কিছু সঠিক থাকে, তাহলে আপনার ভোটার আইডিতে নতুন ঠিকানা আপডেট করা হবে।

আরও পড়ুন ::

Back to top button