কানাডা

ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করেছে কানাডা: রিপোর্ট

ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করেছে কানাডা: রিপোর্ট

ইসরায়েলে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করেছে কানাড। মানবাধিকার কর্মীদের ক্রমবর্ধমান চাপের মুখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কানাডার একটি সংবাদমাধ্যম।

টরন্টো স্টার নামের সংবাদপত্রটি সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, দুই মাস আগেই এইসব সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।

জানুয়ারি মাসের আট তারিখ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের এই সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত রেখেছে কানাডা সরকার।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, এখনো অনবরতভাবে ওইসব সামরিক সরঞ্জাম রফতানির আবেদন পেয়ে আসছে কানাডা সরকার।

তবে জানা গেছে, কানাডা সরকার প্রায় ২৯ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ইসরায়েলে রফতানির অনুমোদন দিয়েছিলো।

সূত্র: প্রেস টিভি

আরও পড়ুন ::

Back to top button