প্রযুক্তি

USB Scam থেকে সাবধান! পাবলিক চার্জিং পয়েন্ট থেকে মোবাইল চার্জ দেবেন না, খোয়াতে পারেন সর্বস্ব !

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

USB Scam থেকে সাবধান! পাবলিক চার্জিং পয়েন্ট থেকে মোবাইল চার্জ দেবেন না, খোয়াতে পারেন সর্বস্ব !

USB Scam থেকে সাবধান ! পাবলিক চার্জিং পয়েন্ট থেকে মোবাইল চার্জ দেবেন না , খোয়াতে পারেন সর্বস্ব ! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই এবার এ বিষয়ে সতর্কবার্তা জারি করা হল৷ কেন্দ্রের সতর্কবার্তায় একে ইউএসবি স্ক্যাম বলে দাবি করা হয়েছে ৷

রেল স্টেশন হোক অথবা বিমানবন্দর, হোটেল- অনেক সময়ই পাবলিক চার্জিং পয়েন্ট থেকেই মোবাইল চার্জ দিতে বাধ্য হন অনেকে ৷

ইউএসবি পোর্টের মধ্যে দিয়েই এমন ম্যালওয়্যার ফোনে ইনস্টল করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে অন্যের তথ্য সরাসরি হ্যাকারদের ফোনে চলে যেতে পারে ৷

কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, সাইবার অপরধারীরা এই ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করেই ফোনের থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে ৷ এই পদ্ধতিকে বলা হচ্ছে জুস জ্যাকিং ৷ সবসময় ফোন বন্ধ করে চার্জ দেওয়া উচিত ৷

কোনও ভাবে এই ধরনের প্রতারণার শিকার হলে ১৯৩০ নম্বরে ফোন করুন অথবা www.cybercrime.gov.in এ অভিযোগ জানান৷ কেন্দ্রের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই পদ্ধতিতে বহু ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারিতদের ব্যক্তিগত তথ্য পাচার করার ভয় দেখিয়ে প্রতারিতদের থেকে বিপুল পরিমাণ টাকাও দাবি করা হচ্ছে ৷ এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে সবসময় ব্যক্তিগত চার্জার সঙ্গে রাখা উচিত ৷

আরও পড়ুন ::

Back to top button