রাজ্য

ভোটের আগেই বাংলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ, উদ্ধার ২০০০০০০ লিটার মদ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভোটের আগেই বাংলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ, উদ্ধার ২০০০০০০ লিটার মদ

ভোটের আগে ঢালাও মদ পাচারের চেষ্টা , কড়া নজর নির্বাচন কমিশনের। এবার বিপুল পরিমাণ মদ আটক করল নির্বাচন কমিশন। কমিশনের হিসেব অনুযায়ী, দেশের মধ্যে অষ্টম স্থানে বাংলা রয়েছে।

গত ১ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে সর্ব মোট ২১৯ কোটি টাকার সামগ্রী। এর মধ্যে রয়েছে নগদ টাকা, মদের বোতল, মাদক দ্রব্য, সোনা-দানা ও বিলি করার সামগ্রী।

বাংলায় ভোটের মুখে দেদার মদের ফোয়ারা ছোটানোর চেষ্টাও চলেছে। মার্চ থেকে এপ্রিলের ১৩ তারিখের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ২০ লাখ লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে। যার বাজারমূল্য কমিশনের হিসেব অনুযায়ী ৫১ কোটি টাকারও বেশি।

নগদে বাজেয়াপ্ত হয়েছে ১৩ কোটি টাকা। মাদক পাওয়া গিয়েছে ২৫ কোটি টাকার। সোনা-দানা বাজেয়াপ্ত হয়েছে ৩৩ কোটি টাকার। এর সঙ্গে বিলি করার সামগ্রী উদ্ধার হয়েছে ৯৬ কোটি টাকার।

মার্চের ১ তারিখ থেকে এপ্রিলের ১৩ তারিখের মধ্যে বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ মদ, নগদ টাকা, মাদক-সহ অন্যান্য সামগ্রীর হিসেব-নিকেশ নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্যে উঠে এসেছে।

আরও পড়ুন ::

Back to top button