রাজ্যশিক্ষা

কবে মাধ্যমিকের রেজাল্ট ? কীভাবে দেখা যাবে ফল ? জানিয়ে দিল বোর্ড

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

WB Madhyamik 2024 Result : কবে মাধ্যমিকের রেজাল্ট ? কীভাবে দেখা যাবে ফল ? জানিয়ে দিল বোর্ড - West Bengal News 24

আগামী মাসের শুরুতেই মাধ্যমিকের ফলপ্রকাশ – জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২ মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী ২ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট৷ জানা গিয়েছে, ওইদিন সকাল ৯টায় প্রকাশিত হবে ফল ৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে৷

এবার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষের বেশি। এদিকে এবার প্রশ্ন ফাঁস রোখা ছিল পর্ষদের কাছে রীতিমতো বড় চ্যালেঞ্জ। এবারই প্রথম প্রশ্ন ফাঁস রুখতে ব্যবহার করা হয় কোড। পুরো পরীক্ষা চলেছে সিসিটিভির নজরদারিতে। প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফে। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা ১০ ফেব্রুয়ারি মিটে গিয়েছিল।

ঐচ্ছিক বিষয়ের (অপশনাল ইলেকটিভ সাবজেক্ট) পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ, পরীক্ষা শেষ হওয়ার ৮১ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত চলেছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৮৮ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেছিল পর্ষদ।

পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.inwww.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন রেজাল্ট। এছাড়া, রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা৷

আরও পড়ুন ::

Back to top button