কলকাতা

না বলে ছুটি – কর্মীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

না বলে ছুটি - কর্মীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া

এবার পাল্টা পদক্ষেপ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এক চিঠিতে চাকরি গেল কমপক্ষে ৩০ জন কেবিন ক্রু-র। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে শঙ্কা। প্রসঙ্গত , গণছুটি’তে গিয়েছেন ৩০০ ক্রু। বাতিল করতে হয়েছে ৭৮ টিরও বেশি বিমান।

নিজেদের মোবাইলও অফ করে দেন , যাতে যোগাযোগ করা না যায়। এর জেরে বাতিল করে দিতে হয় কমপক্ষে ৭৮ টি বিমান। ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। তুমুল অশান্তি হয়। উল্লেখ্য , মঙ্গলবার রাতেই গণছুটিতে চলে যান এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০০ ক্রু। সকলেই ‘সিক লিভ’ নিয়ে নেন।

প্রসঙ্গত , কর্মীদের অভিযোগ , তাঁদের সঙ্গে অসম ব্যবহার করা হচ্ছে। সিনিয়র পোস্টের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের নীচু পোস্টেই চাকরি দেওয়া হয়েছে। বেতনের প্যাকেজে পরিবর্তন, ডিউটি রস্টারে পরিবর্তনের ফলে পাইলট, ক্রু-রা বিশ্রামের সময় পাচ্ছেন না বলেও অভিযোগ।

আরও পড়ুন ::

Back to top button