জানা-অজানা

শুধুই যাত্রীদের জন্য নয়, ট্রেনের টিকিট পরীক্ষকদের জন্যও নিয়ম চালু করেছে ভারতীয় রেল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শুধুই যাত্রীদের জন্য নয়, ট্রেনের টিকিট পরীক্ষকদের জন্যও নিয়ম চালু করেছে ভারতীয় রেল

ট্রেনে উঠলেই টিকিট যাচাই করতে আসেন টিকিট পরীক্ষক বা টিটিই। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্ন নিয়মও তৈরি করেছে । তবে শুধুই যাত্রীদের জন্য নয়, রেলের টিকিট পরীক্ষকদের জন্য একাধিক নিয়ম চালু করেছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ভোর ৬টার আগেও যাত্রীর ঘুম ভাঙিয়ে টিকিট পরীক্ষা করার অধিকার নেই টিটিই-র। অর্থাৎ আপনি যদি দূরপাল্লার ট্রেনে ওঠেন, তবে মাঝরাতে আপনার টিকিট পরীক্ষা করতে পারবেন না। টিকিট পরীক্ষক বা টিটিই দূরপাল্লার ট্রেনে রাত ১০টার পর আপনার টিকিট পরীক্ষা করতে পারবেন না।

আরও পড়ুন :: গয়নার লোভে সিরিয়াল কিলার হয়ে ওঠেন বাঙালি বধূ!

একইভাবে ভোর ৬টার পর মিডল বার্থ খুলে রাখা যায় না। আপনাকে বার্থ খুলে দিতে হবে, যাতে বাকি যাত্রীরা বসতে পারেন। ট্রেনে ঘুমোনোর সময় রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ধার্য । এর বেশিক্ষণ মিডল বার্থ খোলা রাখা যায় না। রাত ১০টার পর জোরে কথা বলা বা গান বাজানো নিষিদ্ধ।

টিটিই সকাল হওয়ার পরই টিকিট পরীক্ষা করতে আসবেন। আপনার যদি রাতের ট্রেন হয়, অর্থাৎ আপনার যাত্রা রাত ১০টার পর শুরু হয়, তবে টিটিই এসে তখন আপনার টিকিট পরীক্ষা করতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button