জাতীয়

সংকীর্ণ মানসিকতা থেকে বেরোতে হবে – পরোক্ষে আমেরিকাকে বার্তা ভারতের বিদেশমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

S. Jaishankar : সংকীর্ণ মানসিকতা থেকে বেরোতে হবে – পরোক্ষে আমেরিকাকে বার্তা ভারতের বিদেশমন্ত্রীর - West Bengal News 24

নাম না করে আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। উল্লেখ্য, ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত। তার পরেই নাম না করে ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা। সেই জবাবই এদিন দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শংকর।

সংকীর্ণ মানসিকতা পরিত্যাগ করে মানুষের উন্নতির কথা ভাবতে হবে। নাম না করে আমেরিকাকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর কথায়, “বেশ কিছু মন্তব্য দেখেছি। তবে আমার মনে হয় এই বিষয়টি নিয়ে ঠিকঠাক আলোচনা হওয়া দরকার। চুক্তির গুরুত্ব বোঝা প্রয়োজন।

এই চুক্তির ফলে সকলের লাভ হবে। আমার মনে হয় চুক্তি নিয়ে কোনও সংকীর্ণ ভাবনাচিন্তা থাকা উচিত।” নিজের বই প্রকাশের অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন জয় শংকর। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

ভারতকে ঘিরে ফেলে চিন বাণিজ্য করিডর বানিয়ে তোলার চক্রান্ত করছে , সেখানে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করেছে ভার‍ত। প্রসঙ্গত , কেন্দ্রীয় বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ইরানে গিয়েছিলেন এই চুক্তির জন্য।

আরও পড়ুন ::

Back to top button