স্বাস্থ্য

ঠোঁটের মৃত কোষ দূর করবেন যেভাবে

ঠোঁটের মৃত কোষ দূর করবেন যেভাবে

মুখ ও ত্বকের মৃত কোষ দূর করতে আমরা বিভিন্ন স্ক্রাব ব্যবহার করি। তবে মুখ ও ত্বকের যত্ন করতে গিয়ে ঠোঁটের যত্নের বিষয়টি অবহেলিত হয়ে পড়ে। সৌন্দর্য ধরে রাখতে ঠোঁটের মৃত কোষ দূর করাও জরুরি। আর এ জন্য স্ক্রাবের ব্যবহার করতে হয়।

তবে এ ক্ষেত্রে বাইরের পণ্য না কিনে ঘরেই তৈরি করতে পারেন স্ক্রাব। এই স্ক্রাব তৈরিতে লাগবে বাদামি চিনি, মধু ও নারকেল তেল।

নারকেল তেল আর্দ্রতা ধরে রাখতে কাজ করে। বাদামি চিনি মৃত কোষ দূর করতে কার্যকর। আর মধু গভীর থেকে ঠোঁট নিরাময় করতে উপকারী।

ত্বকের যত্নে আপেলের ফেসপ্যাক

ঠোঁটের মৃত কোষ দূর করতে স্ক্রাব তৈরির ঘরোয়া পদ্ধতি ঃ

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে এক চা চামচ নারকেল তেল ও মধু নিন। এর মধ্যে এক চা চামচ বাদামি চিনি ও এক টেবিল চামচ হালকা গরম জল মেশান। উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট ঠোঁটে মাখুন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন ::

Back to top button