কলকাতা

লকডাউনে বিয়ে, করোনায় মৃত্যু শিক্ষিকার

লকডাউনে বিয়ে, করোনায় মৃত্যু শিক্ষিকার

 

ওয়েবডেস্ক : লকডাউনের মধ্যেই বিয়ে করেছিলেন। সামাজিক দূরত্ববিধি, মাস্ক সব কিছু মেনেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। কিন্তু এক মাসের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের হুগলির চন্দননগরের এক স্কুল শিক্ষিকার।

মঙ্গলবার বিকেলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে মৃত্যু হয় সৌমি সাহা নামে ওই শিক্ষিকার।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। চিকিৎসার জন্য গত কয়েক দিন আগে চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর ও শ্বাষকষ্টের জন্য তাকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : করোনায় মন ভালো রাখতে গাছকে আলিঙ্গন করছে ইসরায়েলিরা

সেখানে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গত শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে করোনা চিকিৎসার জন্য শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা সম্ভব হয়নি।

মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই শিক্ষিকার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর মুন্সিপুকুর এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সী এই শিক্ষিকা পোলবার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

আরও পড়ুন : বিয়ের স্বপ্ন দেখিয়ে খেয়েদেয়ে চম্পট! আদালতের দ্বারস্থ দুই ছেলের মা !

গত ১৪ জুন চন্দনগরেরই যুবক প্রসূন ঘটকের সঙ্গে বিয়ে হয় তার। প্রসূন কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন। বিয়ের জন্য সেই সময় মুম্বাই থেকে গাড়িতে করে চন্দননগরে ফেরেন।

আরও পড়ুন ::

Back to top button