জাতীয়

নোটিশেই বায়ুসেনাকে তৈরি থাকার বার্তা দিলেন রাজনাথ সিং

নোটিশেই বায়ুসেনাকে তৈরি থাকার বার্তা দিলেন রাজনাথ সিং

 

ওয়েবডেস্ক : বুধবার বৈঠকে বায়ুসেনার কমান্ডারদের প্রতিরক্ষা মন্ত্রী বলেন কম সময়ের নোটিশেই যেন প্রস্তুত হতে পারে বায়ুসেনা, এমনভাবে তৈরি থাকতে হবে।এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেন বায়ুসেনার কমান্ডারদের যেকোনও পরিস্থিতির জন্য সতর্ক থাকতে হবে, তৈরি থাকতে হবে।

এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে খুব কম সময়ের মধ্যে প্রস্তুতি সারতে হবে। সেইক্ষেত্রে হাতে বিশেষ সময় হয়ত পাওয়া যাবে না। রাজনাথের এই বক্তব্যই জল্পনা উসকে দিচ্ছে তাহলে কি নতুন করে চিনের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটতে চলেছে ভারত।

[ আরও পড়ুন : বোনকে হত্যা করে বস্তায় ঢুকিয়ে মৃতদেহ পুড়িয়ে ফেলল গুণধর ভাইরা ]

কারণ ফিঙ্গারস এলাকা নিয়ে এখন দ্বন্দ্ব রয়ে গিয়েছে। কোনওভাবেই ওই এলাকা থেকে পিছু হঠেনি চিন সেনা। ফলে একাধিক বৈঠকের আলোচনায় সমাধানসূত্র না বেরিয়ে আসায় এবার চরম সিদ্ধান্তের রাস্তায় হাঁটতে পারে ভারত, বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

 

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button