কলকাতা

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পুর্বাভাস জানালো হাওয়া দপ্তর !

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পুর্বাভাস জানালো হাওয়া দপ্তর !

ওয়েবডেস্ক : কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বুধবার সারারাত ধরে চলে তুমুল বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিকে সরে যাওয়াতেই এই বৃষ্টি বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে।

হিমালয় সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে সাগর থেকে।

[ আরও পড়ুন : কবে আসবে করোনা ভ্যাকসিন? আসল তথ্য দিলো হু ! ]

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, তা আস্তে আস্তে কমতে থাকবে।

আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্‍সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

[ আরও পড়ুন : সংক্রমণের ঊর্ধ্বগতি, বৃহস্পতিবার বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫১ লক্ষ ৬৬ হাজার ৪০১]

 

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button