জাতীয়

২০২১ সালের আগে ভ্যাকসিনের প্রত্যাশা নয়

২০২১ সালের আগে ভ্যাকসিনের প্রত্যাশা নয়

ওয়েবডেস্ক : ২০২১ সালের আগে করোনার টিকা পাওয়ার আশা করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, দৈনিক বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে বাড়ছে। আমাদের ভালো অগ্রগতি হয়েছে। অনেক দেশে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে কয়েকটি টিকার। এই দিক দিয়ে এগিয়ে রয়েছে, ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, যুক্তরাষ্ট্রের মোডার্না বায়োটেক, চীনের সিনোভ্যাক ফার্মাসিউটিক্যাল।

[ আরও পড়ুন : ‘রাম মন্দির নির্মাণ শুরু হলেই করোনাভাইরাস ধ্বংস হতে শুরু করবে : বিজপি নেতা রামেশ্বর শর্মা ]

তিনি আরো বলেন, এখন পর্যন্ত যে টিকা গুলো পরিক্ষায় রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদনে সক্ষমতা ও নিরাপত্তার দিক থেকে এ যাবত কোনোটি ব্যর্থ হয়নি। তবে তিন পর্যায়ের ট্রায়াল শেষ করে প্রথম টিকা আসতে আরও কিছু সময় লাগবে। ২০২১ সালের আগে সেটা সম্ভব নয়।

এসময় মহামারী প্রতিরোধের টিকা কেবল বিত্তশালী কিংবা গরিবদের জন্য নয়, তা সবার জন্য হতে হবে বলেও জানান তিনি।

রায়ান বলেন, সম্ভাব্য টিকা যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে ও উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়তায় কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ব্যাপারে আমাদের আরও মানবিক হতে হবে। কারণ এটি বৈশ্বিক পণ্য।

[ আরও পড়ুন : কবে আসবে করোনা ভ্যাকসিন? আসল তথ্য দিলো হু ! ]

 

আরও পড়ুন ::

Back to top button