জাতীয়

ভারতীয়দের মনে আশার আলো, কোভ্যাকসিনের প্রথম ট্রায়াল আশাপূর্ণ

ভারতীয়দের মনে আশার আলো, কোভ্যাকসিনের প্রথম ট্রায়াল আশাপূর্ণ

কোভ্যাকসিনের প্রথম পর্বের ট্রায়াল আশাপূর্ণ। জানা গিয়েছে যে, প্রাথমিক পর্বের ট্রায়ালে ৫০ জনের শরীরে এই কোভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। সেই ট্রায়াল সফল হয়েছে বলে জানা গিয়েছে। রোহতকের PGI

হাসপাতালের কোভ্যাকসিন ট্রায়ালের চিকিৎসকরা জানিয়েছেন যে, “প্রথম পর্যায়ের ট্রায়ালে ৫০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। সব কটার ফলাফল আশাব্যঞ্জক এসেছে।” আর এই খবর প্রকাশ্যে আশার পরেই কোটি কোটি ভারতবাসীর মনে আশার আলো দেখা দিয়েছে।

জানা গিয়েছে যে, দ্বিতীয় পর্বের ট্রায়ালে আরও ৬ জনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হবে। ভারতীয় সংস্থা ভারত বায়োটেক গত ১৫ জুলাই নিজেদের তৈরি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। আরও জানা গিয়েছিল যে, দেশের মোট ১২ টি প্রথম সারির হাসপাতালে প্রাথমিক পর্যায়ে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

[ আরও পড়ুন : ইন্দোরের কিশোর ডিম বিক্রেতার পাশে গোটা দেশ, মিলল ফ্ল্যাট ও পড়াশোনায় সাহায্যের আশ্বাস ]

এর মধ্যে ৫০ জনের শরীরে ইতিমধ্যেই তা প্রয়োগ করা হয়েছে। যার ফলাফল আশাব্যাঞ্জক। ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে যে, কো ভ্যাকসিনের এই ট্রায়ালের প্রক্রিয়া বেশ দীর্ঘ। মোট তিন ধাপে এই ট্রায়াল প্রক্রিয়া করা হবে।

 

সুত্র: যুগশঙ্খ

আরও পড়ুন ::

Back to top button