Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

দিল্লিতে গেলেন না মুকুল, বললেন-অমিত শাহ আমায় ডাকেননি

দিল্লিতে গেলেন না মুকুল, বললেন-অমিত শাহ আমায় ডাকেননি

দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তলবের খবর উড়িয়ে দিলেন মুকুল রায়। জানালেন, অমিত শাহ তাঁকে ডাকেননি। মুকুলের এই মন্তব্যে ফের নতুন করে জল্পনা সৃষ্টি হল। কদিন আগেই দিলীপ ঘোষদের সঙ্গে দিল্লির বৈঠকে মুকুল রায়ের মতানৈক্য হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছিল। ক্ষুব্ধ মুকুল মাঝপথে বৈঠক ছেড়ে কলকাতায় চলে আসেন।

যদিও তিনি জানান, চোখের ডাক্তার দেখাতে কলকাতায় ফিরেছেন। তারপরই বিজেপি সূত্রে জানা গিয়েছিল, শুক্রবার মুকুল রায়কে দিল্লিতে তলব করা হয়েছে। ওইদিন তাঁর সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। কিন্তু দেখা গেল এদিন মুকুল রায় কলকাতাতেই ছিলেন। মুকুল জানিয়েছেন, সোমবার তিনি দিল্লিতে যাবেন। তবে ব্যক্তিগত কাজে। প্রসঙ্গত, বিজেপিতে যথেষ্ট গুরুত্ব না পেয়ে মুকুল রায় তৃণমূলে ফিরছেন।

[ আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর কারণেই রাজ্যে করোনার বাড়বাড়ন্ত: অধীর চৌধুরী ]

গত কদিন ধরেই রাজ্য-রাজনীতিতে এই গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁকে ঘিরে নানান প্রশ্নের উত্তর রবিবার দিয়েছেন মুকুল রায়। তিনি বলেছেন, ”বিজেপিতে যোগ দিয়ে আমি একশো শতাংশ সন্তুষ্ট। আমার কাছে দলের সংগঠনই বড় কথা। আমি দলের সংগঠনটাই করব। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আগে যেমন যোগাযোগ ও সম্পর্ক ছিল, সেরকমই আছে।”এরপরই শুক্রবার তাঁর দিল্লিতে যাওয়ার খবর রটেছিল।

এও শোনা গিয়েছিল, মুকুলকে দিল্লিতে ডাকার পেছনে বাবুল সুপ্রিয় ও স্বপন দাশগুপ্তর ভূমিকা আছে বলে খবর। কারণ তাঁরাই কেন্দ্রীয় নেতৃত্বকে মুকুল রায়ের ‘গুরুত্ব’ বুঝিয়েছেন। কিন্তু তারপরও শুক্রবার অমিত-মুকুলের মুখোমুখি না হওয়ায় দিলীপ শিবির স্বস্তি পেল বলেই মনে মত রাজনৈতিক মহলের।

[ আরও পড়ুন : ‘তৃণমূলের সামান্য কর্মী ছিলেন, বিজেপিতে যোগ দিয়েই কার্যকর্তা হয়েছেন’ অর্জুন সিং ]

 

 

সূত্র: কলকাতা ২৪x৭

আরও পড়ুন ::

Back to top button