Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাবিনোদন

মা হতে চলেছেন অনুষ্কা শর্মা,সুখবর জানালেন বিরাট কোহলি

মা হতে চলেছেন অনুষ্কা শর্মা,সুখবর জানালেন বিরাট কোহলি

বৃষ্টিস্নাত সকালেই সুখবর। মা হতে চলেছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ইনস্টাগ্রামে সুখবর জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। সন্তাবসম্ভবা স্ত্রীর ছবি আপলোড করলেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক। একই ছবি শেয়ার করেছেন অনুষ্কাও।

মার্চ মাস থেকেই করোনা পরিস্থিতির জেরে শুটিং বন্ধ। বন্ধ ছিল ক্রিকেট টুর্নামেন্টও। বাড়িতেই দিন কাটাচ্ছিলেন বিরাট-অনুষ্কা জুটি। খুব একটা বাইরে বেরোনোর সুযোগ ছিল না। তাই বোধহয় পাপারাজ্জির নজরও সুকৌশলে এড়ানো গিয়েছে। সঠিক সময় বুঝেই বৃষ্টি ভেজা বৃহস্পতিবারে সোশ্যাল মিডিয়ায় হাউস টিমে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি।

[ আরও পড়ুন : ফের একদিনে ভারতে সর্বাধিক আক্রান্তের রেকর্ড ]

একই পোস্ট করে শেয়ার করে ক্যাপশনে একই বার্তা লিখেছেন অনুষ্কা শর্মা। ছবিতে কালো বাবলি প্রিন্টের পোশাক পরেছেন অনুষ্কা। হাসিমুখে বিরাটের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পিছনে দাঁড়িয়ে বিরাটের মুখেও খুশির আনন্দ। অনুষ্কার বেবি বাম্পই যে তাঁর খুশির কারণ, তা ছবি দেখে বোঝাই যাচ্ছে। ক্যাপশনে দুই তারকা লিখেছেন,

‘আর তারপর, আমরা এখন তিনজন, সে আসছে ২০২১-এর জানুয়ারিতে।’

 

View this post on Instagram

 

And then, we were three! Arriving Jan 2021 ❤️🙏

A post shared by Virat Kohli (@virat.kohli) on


অর্থাত্‍ নতুন বছরেই বিরাট-অনুষ্কার ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ২০২০ খুব একটা ভালো যায়নি বলিউডের। ক্রিকেটের ক্ষেত্রেও অনেকদিন ধরে স্টেডিয়াম গুলো ফাঁকাই পড়ে রয়েছে। এমন সময় অনুষ্কা ও বিরাটের প্রথম সন্তানের আগমনের খবরে বিনোদন ও ক্রিকেট জগতে খুশির হাওয়া। দুই ক্ষেত্রের তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন হবু মা ও বাবাকে।

[ আরও পড়ুন : মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার ৭ কারণ ]

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অসংখ্য অনুরাগীরা বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। কিছুদিন আগেই নিজের বেবি বাম্প প্রকাশ্যে এনে দ্বিতীয় সন্তানের আগমনের বার্তা জানিয়েছিলেন করিনা কাপুর (Kareena Kapoor)। এবার নিউ নর্মালে অনুষ্কা-বিরাটের অসন্ন সন্তানের খবরে খুশি সবমহলই।

 

 

সুত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button