জাতীয়

জম্মু-কাশ্মীরে আবারো পুলিশের গুলি, ৩ স্বাধীনতাকামীসহ নিহত ৪

জম্মু-কাশ্মীরে আবারো পুলিশের গুলি, ৩ স্বাধীনতাকামীসহ নিহত ৪

জম্মু-কাশ্মীরে নতুন করে তিন অস্ত্রধারীসহ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিনগত রাতে শ্রীনগরে উভপক্ষের বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং।

এর আগে, শুক্র ও শনিবার কাশ্মীরের ৭ স্বাধীনতাকামী ও এক সেনা সদস্য নিহতের পরদিনই এ বন্দুকযুদ্ধ হলো। নিহতদের মধ্যে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের একজন জেলা পর্যায়ের নেতাও রয়েছেন।

সম্প্রতি কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সেখানকার নিরাপত্তা সদস্যদের সংঘর্ষ বেড়ে গেছে। এতে বেসামরিক নাগরিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছেন।

আরও পড়ুন : কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জম্মু-কাশ্মীরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী অন্তত ১৮০ জনকে বিভিন্ন অভিযানের নামে হত্যা করে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ। সংবাদমাধ্যমটি দাবি করে, নিহতদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ গত ৪ থেকে ৬ মাসের মধ্যে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ওই অঞ্চলের তরুণদের মধ্যে স্বাধীনতার দাবি চড়াও হতে থাকে।

বিশেষ মর্যাদা রদের বিরোধীতায় প্রতিবাদ জানিয়েছে আসছেন জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ।

আরও পড়ুন ::

Back to top button