খেলা

এখন থেকে ব্র্যান্ড হিসেবে নিজের নাম ব্যবহার করবেন মেসি

এখন থেকে ব্র্যান্ড হিসেবে নিজের নাম ব্যবহার করবেন মেসি

দীর্ঘ নয় বছর ধরেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। অবশেষে নিজের নাম ও লোগো ব্যবহারের নিবন্ধন পেয়েছেন তিনি। ইউরোপিয়ান আদালতের এই রায়ের ফলে এখন থেকে ব্র্যান্ড হিসেবে নিজের নাম ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন তারকা।

বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০১১ সালে স্পোর্টসওয়্যার ব্র্যান্ডে নিজের নাম ও লোগো ব্যবহারের জন্য আবেদন করেছিলেন মেসি। তবে ‘মেসি’ নামে স্পেনের আরেকটি কোম্পানি সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিক্রি করে। এখানেই সমস্যা তৈরি হয়।

আরও পড়ুন : মেসির মনের খবর কি করে বলব : গার্দিওলা

এই কারণে নিজের নাম ও লোগো ব্যবহারের নিবন্ধন চেয়ে মামলা করেন আর্জেন্টাইন তারকা। অবশেষে নয় বছর পর সেই মামলার নিষ্পত্তি হয়েছে। ফলে অন্য কোম্পানিটির মেসি নাম বদলে ফেলতে হচ্ছে।

ইউরোপীয় আদালত রায় দিয়েছেন, মেসি নামটি বিশ্বব্যাপী এতটাই পরিচিত যে এটি কোনোরকম বিভ্রান্তি সৃষ্টির কারণ হবে না। ফলে শুধু লিওনেল মেসিকেই ‘মেসি’ নাম দিয়ে ট্রেডমার্ক ব্যবহার করার রায় দেয়া হয়েছে। ফলে এবার ব্র্যান্ড হিসেবে নিজের নাম ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন তারকা।

 

আরও পড়ুন ::

Back to top button