জাতীয়

হিমালয়ের আশেপাশের এলাকায় ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা

হিমালয়ের আশেপাশের এলাকায় ভয়ংকর ভূমিকম্পের আশঙ্কা

পুরো হিমালয়ান এলাকা জুড়ে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এব্যাপারে সতর্ক বার্তা শুনিয়েছেন তাঁরা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮।

বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি সত্যিই এই ভূমিকম্প হয় তবে কেঁপে উঠবে ভারত ও পাকিস্তানের বেশ কিছু এলাকা। সাম্প্রতিক এক গবেষণা থেকে এই তথ্য পেয়েছেন গবেষকরা। ঠিক কনে এই ভূমিকম্প হবে, তা তাঁরা না জানালেও তাঁদের দাবি, এই প্রজন্মের জীবদ্দশাতেই এই ভূমিকম্প হতে পারে।

জার্নাল অফ সিসমোলজিকাল রিসার্চ লেটারসে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় শিলা পৃষ্ঠ এবং মাটি পরীক্ষা করে ও রেডিও কার্বন বিশ্লেষণের পরে গবেষকরা জানিয়েছেন ভয়াবহ ভূমিকম্প হতে পারে।

আরও পড়ুন: তৃতীয় ধাপের ট্রায়ালের অনুমতি পেল দেশের করোনার টিকা

গবেষক স্টিভেন জি ভোসনোস্কি এই গবেষণার ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছেন, হিমাচল অঞ্চলটি পূর্বে ভারতে এবং পশ্চিমে পাকিস্তানে ছড়িয়ে রয়েছে, সুতরাং তার প্রভাব এই এলাকাগুলোয় দেখা যাবে। এমনকি অতীতেও এই অঞ্চলটি অনেক বড় ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল।

ভারতে কতটা প্রভাব পড়বে? এ প্রসঙ্গে গবেষকরা জানাচ্ছেন, এই ধরনের ভয়াবহ ভূমিকম্প হলে ভারতের চণ্ডীগড়, দেরাদুন, এবং নেপালের কাঠমান্ডুর মতো বড় শহরগুলি এর দ্বারা সরাসরি প্রভাবিত হবে।

 

সুত্র:কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button