Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিচিত্রতা

বিস্কুটের স্বাদ পরীক্ষা করে অর্ধকোটি টাকা আয়!

বিস্কুটের স্বাদ পরীক্ষা করে অর্ধকোটি টাকা আয়!
প্রতিকি ছবি

বিস্কুটও খাবেন, আবার মাসে-মাসে বেতনও পাবেন! স্কটল্যান্ডভিত্তিক বিস্কুট তৈরির প্রতিষ্ঠান ‘বর্ডার বিস্কুটস’ এমনই এক চাকরির বিজ্ঞাপন দিয়েছে।

গত সপ্তাহে প্রতিষ্ঠানটি তাদের বিস্কুটের স্বাদ পরীক্ষার জন্য কর্মী নিয়োগের এক বিজ্ঞাপন দিয়েছে। তার কাজ হবে উৎপাদিত বিস্কুট খেয়ে এর স্বাদ পরীক্ষা করা। এ জন্য তিনি আকর্ষণীয় বেতনও পাবেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বর্ডার বিস্কুটের বিজ্ঞাপনের বরাত দিয়ে বলা হয়েছে, তাদের বিস্কুটের স্বাদ পরীক্ষার জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে। তার কাজ হবে উৎপাদিত বিস্কুটের স্বাদ পরীক্ষা করা। বেতন হিসেবে বছরে ওই কর্মী পাবেন প্রায় অর্ধকোটি টাকা (৪০ হাজার পাউন্ড)।

আরও পড়ুন: ‘দুই স্ত্রীর সঙ্গে যৌন মিলনের ‘লাইভ স্ট্রিমিং’ করে লাখপতি! অতঃপর…

চাকরির ওই বিজ্ঞাপনে আরো বলা হয়েছে, নিয়োগ হবে পূর্ণকালীন। বছরে ৩৫ দিন তিনি ছুটি ভোগ করতে পারবেন। কারখানায় উৎপাদিত বিস্কুট বাজারজাত করার আগে নিয়োগকৃত কর্মী বিস্কুটের স্বাদ পরীক্ষা করে জানাবেন। তার ‘ছাড়পত্র’ পেলেই বিস্কুট যাবে দোকানে দোকানে।

বিস্কুটের স্বাদ পরীক্ষা করে অর্ধকোটি টাকা আয়!
প্রতিকি ছবি

মূল কাজ বিস্কুটের স্বাদ পরীক্ষা করা হলেও নিয়োগপ্রাপ্ত কর্মীকে কিছু বাড়তি কাজও করতে হবে। সেগুলোও অবশ্য বিস্কুটের স্বাদ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। চাকরিপ্রত্যাশী কর্মীর কর্ম-বিবরণীতে বলা হয়েছে, স্বাদ পরীক্ষা করতে পারে এমন ব্যক্তি যার বেকিংয়ের কারিগরি দিক সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান আছে এমন কাউকে নিয়োগ দেওয়া হবে।

তাকে প্রতিষ্ঠানের উদ্ভাবনী সক্ষমতা ধরে রেখে গুণগত মান নিশ্চিত করা ও ব্যবসায়ের স্থায়িত্ব বাড়াতে সহকর্মীদের সহযোগিতা করতে হবে।

বর্ডার বিস্কুটসের ব্যবস্থাপনা পরিচালক পল পার্কিনস বলেন, প্রতিদিন নতুন স্বাদ তৈরি করা যাদের স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণে এটি একটি অভাবনীয় সুযোগ। অবশ্যই এর জন্য তাকে অর্থ দেওয়া হবে।

 

আরও পড়ুন ::

Back to top button