Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

নেপোটিজম বিতর্কে মুখ খুললেন বানী কাপুর

নেপোটিজম বিতর্কে মুখ খুললেন বানী কাপুর
বানী কাপুর

করোনাকালীন ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বললেন বানী কাপুর। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় করছে সেই সময়ে বানী কাপুরের দুটো ছবি, একটি ছবি বড় পর্দায় ও অন্যটি ওটিটি- প্লাটফরর্মে মুক্তি পাচ্ছে। সম্প্রতি ‘নেপোটিজম’ বিতর্ক নিয়ে মুখ খুলেন তিনি।

‘করোনার মধ্যেও আমার দুটো ছবি মুক্তি পাচ্ছে এর চেয়ে খুশির খবর আর হতে পারে না। বাড়িতে বসে বসে ‘সুরজ পে মঙ্গল ভারী’ এবং ‘লুডো’র প্রচার সেরে ফেললাম, এটাও একটা নতুন অভিজ্ঞতা। লকডাউনে শহর থেকে দূরে থাকতে চেয়েছিলাম। এখন ধর্মশালায় বন্ধুর বাড়িতে রয়েছি, এখান থেকেও প্রোমোশন চলছে।’

ভূতপুলিশ’ থেকে সদ্য বাদ পড়ার কারণ নিয়ে বলেন, ‘এই বাদ পড়ে যাওয়ার বিষয়টা আমাদের ইন্ডাস্ট্রির খুব চেনা ঘটনা। তাই আমার খারাপ লাগলেও মেনে নিয়েছি।’

‘নেপোটিজ়ম’ বা ‘ইনসাইডার-আউটসাইডার’ বিতর্ক নিয়ে বলেন, ‘রাস্তাটা কঠিন জেনেশুনেই তো এসেছি। শেষ পর্যন্ত দর্শক ঠিক করেন কে থাকবে, আর কে নয়। এ নিয়ে এত আগ্রাসী বিতর্ক আমার পছন্দ নয়। এতে ইন্ডাস্ট্রিরই ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন: মা হয়েছেন অমৃতা

ইনসাইডার হয়েও অভিষেক বচ্চনকে লড়তে হয়েছে, আবার আউটসাইডার হয়েও মনোজ বাজপেয়ীর মতো অভিনেতা খ্যাতি পেয়েছেন। আমার আগামী দুটো ছবির এই দুই কো-স্টারের সঙ্গেই সবচেয়ে ভাল বন্ধুত্ব হয়েছে আমার। অভিষেকের মধ্যে বন্ধু খুঁজে পেয়েছি, আর মনোজ স্যরের মধ্যে একজন মেন্টরকে। ঝামেলায় পড়লেই যখন-তখন ফোন করি ওদের।’

নেপোটিজম বিতর্কে মুখ খুললেন বানী কাপুর

অভিনয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দাঙ্গাল ছবিটি মুক্তি পাওয়ার পরেও অনেকেই জানতেন না যে, ‘চাচি ৪২০’-এর শিশুশিল্পী আমি। তাই অতিরিক্ত কোনও সুবিধে পাইনি। ছোটবেলায় অভিনয় করাটা আমার সিদ্ধান্ত ছিল না। মাঝে সব ছেড়েও দিয়েছিলাম।

বড় হওয়ার পরে ফের নিজে সিদ্ধান্ত নিলাম, অভিনয়টাই করব। আর সেখান থেকে আসল স্ট্রাগল শুরু হল। দাঙ্গাল ছবিটি আমার জীবনটাই পাল্টে দিয়েছিল। এখন ইন্ডাস্ট্রিতে আমার অবস্থানের নেপথ্যে ওই ছবিটার অবদান রয়েছে।

আবার তার পরের ছবি, অর্থাৎ ‘ঠগস’ ফ্লপ হয়েছিল। কাজেই স্ট্রাগলের কোনও শেষ নেই। ধীর গতিতে এগোচ্ছি, কিন্তু এতেই আমি খুশি।’

 

আরও পড়ুন ::

Back to top button