জাতীয়

ভারতীয় বিমান বাহিনীর শক্তিবৃদ্ধি, আরও তিন রাফালে আসছে আম্বালায়

ভারতীয় বিমান বাহিনীর শক্তিবৃদ্ধি, আরও তিন রাফালে আসছে আম্বালায়

ভারতীয় বিমান বাহিনীর আক্রমণাত্মক অস্ত্রাগারকে আরও জোরদার করতে আরও তিনটি রাফালে যুদ্ধবিমান পাচ্ছে। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার ওই তিনটি রাফালে যুদ্ধবিমান লাভ করতে চলেছে।

তিনটি যুদ্ধবিমান হরিয়ানার আম্বালা বিমানবন্দরে পৌঁছবে বুধবার সন্ধ্যায়। উল্লেখ্য পাঁচটি রাফালে বিমান ২৮ জুলাই ভারতে এসেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে ১০ সেপ্টেম্বর পাঁচটি রাফালে যুদ্ধবিমান ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন। এই তিনটি বিমান আসার সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বাহিনীরপ হাতে মোট আটটি রাফালে যুদ্ধবিমান থাকবে।

আরও পড়ুন: বিহারে দ্বিতীয় দফার ভোটপ্রচারে ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর

তিনটি রাফালে বিমান বর্তমান পরিস্থিতি বিবেচনা সরে কয়েক দিনের মধ্যেই চালু করা হবে।

পূর্বের আসে পাঁচটি যুদ্ধবিমান রাফালে যোদ্ধারা ইতিমধ্যে পরিচালনা করেছেন। বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার স্বল্প সময়ের মধ্যে লাদাখের সংঘাতময় অঞ্চলে মোতায়েনও করা হয়েছে।

ফলে ভারত ইতিমধ্যেই প্রতিবেশী দেশগুলিকে বার্তা দিয়েছে, আমাদের বিমানবাহিনীকে ইতিমধ্যেই এসে গিয়েছে রাফালে। অতএব সাবধান।

 

 

সূত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button