জাতীয়

ফোনে কথা মোদী-বাইডেনের

ফোনে কথা মোদী-বাইডেনের

শুভেচ্ছা জানিয়েছেন আগেই, এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ফের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন মোদী।

সূত্রের খবর, কোভিড-১৯ অতিমারী মোকাবিলা থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সমস্যাকে গুরুত্ব দিতে রাজি হয়েছেন মোদী ও বাইডেন।

আরও পড়ুন: রাশিয়ার করোনার টিকা উৎপাদন হবে ভারত ও চীনে

প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ভারত-আমেরিকা যৌথ কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছি।

এছাড়াও কোভিড-১৯ অতিমারী, জলবায়ু পরিবর্তন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন মোদী। কমলা হ্যারিসের সাফল্য অত্যন্ত গর্বের আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, কমলা হ্যারিসের সাফল্য প্রাণবন্ত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সদস্যদের জন্য অত্যন্ত গর্ব এবং অনুপ্রেরণার বিষয়, যাঁরা ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ শক্তির উত্‍স।

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button