জাতীয়

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৫ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ১৫ লাখ

এক বছরের মধ্যেই বিশ্বজুড়ে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে মৃত্যু ১৫ লাখ ছাড়িয়ে গেছে। প্রতি ৯ সেকেন্ডে১ জন মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে কেবল গত দুই মাসেই ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে আশার খবর হল ভাইরাসটির বিরুদ্ধে টিকার ব্যবহার শুরু হচ্ছে। রয়টার্স।

বিশ্বের এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বিবেচনায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র এখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে।

দেশটিতে এর মধ্যেই মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। কোভিড-১৯ এ গত এক সপ্তাহে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিটি সপ্তাহ আগের সপ্তাহের তুলনায় বেশি মৃত্যু দেখছে বিশ্ব।

আরও পড়ুন: ভারতে কয়েক সপ্তাহ পর মিলবে করোনা ভ্যাকসিন

বিশ্বের অনেক দেশেই এখন করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। কোথাও কোথাও এ ঢেউ প্রথম ঢেউয়ের চেয়েও বড় হওয়ায় সংক্রমণ প্রতিরোধে প্রতিদিনই নিত্যনতুন বিধিনিষেধ আরোপ হচ্ছে। মৃত্যু বিবেচনায় বিশ্বের মধ্যে ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল লাতিন আমেরিকায় কোভিড-১৯ সাড়ে ৪ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে, তা ২০১৯ সালে যক্ষ্মায় মৃত্যুর চেয়ে বেশি এবং ম্যালেরিয়ার মৃত্যুর প্রায় চারগুণের কাছাকাছি পৌঁছেছে।

 

 

আরও পড়ুন ::

Back to top button