৭০ দশকের পোশাকে শারাপোভার উষ্ণতা
টেনিস র্যাকেটের কারিশমা তো আছেই, তবে রূপ আর গ্ল্যামারের আলোকচ্ছটাও কম নয়। রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা ডানহাতি ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার ডানহাতি তারকা।
শুধু রূপেই নন কোর্টেও দারুণ সফল। ২০০৫ সালে প্রথমবার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হয়েছিলেন।
ক্যারিয়ারে ৫৫৭ জয় ও ১৩৩ পরাজয়ের ট্যালিতে ৩৬টি ওয়ার্ল্ড ট্যুর ও চারটি আইটিএফ জিতেছেন।
রূপ ও টেনিস দক্ষতায় গোটা বিশ্বের মন জয় করেছেন সুন্দরী মারিয়া শারাপোভা। অসামন্য প্রতিভাধর শারাপোভা পাঁচবার জিতেছেন গ্র্যান্ড স্ল্যাম।
আরও পড়ুন: ‘পেলেকে ছুঁতে আর মাত্র ১ গোল প্রয়োজন মেসির
ফেব্রুয়ারিতে বিদায় জানিয়েছেন টেনিস কোর্টকে। তবে থেমে নেই শারাপোভা।
সুন্দর ফিগার ও নিজের ভাবমূর্তির কাজে লাগিয়ে ব্যবসায়িক প্রচারনায় ব্যস্ত আছেন এই রুশ সুন্দরী।
সম্প্রতি, ফিটনেস ও আনুষাঙ্গিক পণ্যের কোম্পানি ‘বালা’ এবং নিজের ক্যান্ডি কোম্পানি ‘সুগারপোভা’র মধ্যে অংশীদারিত্ব ব্যবসার প্রচারের জন্য ৭০ দশকের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন।
এই প্রচারণার ছবিগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য যে, সুগারপোভা’র লাভের একাংশ শারাপোভার দাতব্য সংস্থা মারিয়া শারাপোভা ফাউন্ডেশনে দান করা হয়।