জীবন যাত্রা

সম্পর্ক টিকিয়ে রাখার ফর্মুলা!

সম্পর্ক টিকিয়ে রাখার ফর্মুলা!

জীবনে ভরপুর রোমান্স চান কিংবা সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখতে চান? হলিউড অভিনেত্রী কেট হাডসনের পরামর্শ মেনে দেখতে পারেন। সম্পর্ক টেকানোর জন্য রীতিমতো একটি সূত্রই নাকি আবিষ্কার করে ফেলেছেন তিনি! সূত্রের নাম ‘প্রেম টেকাতে কেট হাডসনের ফর্মুলা’। কিন্তু কী সেই সূত্রটি?

কেট হাডসন বলছেন, সম্পর্ক বেশি দিন টেকাতে হলে স্বামী ছেড়ে বেশি দিন দূরে থাকা চলবে না। নিজের ক্ষেত্রে স্বামী ম্যাট বেলামিকে ছেড়ে দুই সপ্তাহের বেশি কোথাও কাটান না তিনি।

এ ছাড়াও সঙ্গীর সঙ্গে রাতে কোথাও ডেটিং এবং একসঙ্গে ভালো সময় কাটানোও সম্পর্ক টিকিয়ে রাখতে যথেষ্ট ভূমিকা রাখে। কেট হাডসন এই নিয়মগুলো পরিকল্পনা করেই করেন বলে জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক ডটকম।

কেট বলেন, ‘আমরা দূরত্ব তৈরি করি না। আমাদের দুজনকেই কাজের জন্য ভ্রমণ করতে হয়। কিন্তু খুব বেশি সময় আমরা পরস্পরকে ছেড়ে থাকি না। দুই সপ্তাহের বেশি যাতে আলাদা না থাকতে হয়, তার জন্য সব সময় চেষ্টা করি।’

যেসব দম্পতির সন্তান রয়েছে তাঁদের জন্যও সুপরামর্শ রয়েছে কেটের। তাঁর মতে, ‘ যখন সন্তান থাকে তখন তো বেশি দিন দূরে থাকার কথা ভাবাই ঠিক না। স্ত্রী-সন্তানকে ছেড়ে দুই সপ্তাহের বেশি সময় কাটাতে চাইবেন না নিশ্চয়ই। আমরা পারতপক্ষে কোথাও গেলে এক সঙ্গেই যাই। আমরা সত্যিই ভাগ্যবান যে পরস্পরকে ছেড়ে আমাদের অনেক দূরে থাকতে হয় না।’

তবে যাঁরা পরিবার ছেড়ে অনেক দূরে থেকে কষ্ট করেন তাঁদের উদ্দেশে কেট বলেন, ‘যে নারীকে তার সন্তান ছেড়ে অনেক দূরে বা বিদেশে খাটাখাটনি করে থাকতে হয় সেটা তার জন্য অনেক চ্যালেঞ্জিং। যাঁরা এটা করেন, সেই পরিবারের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে।’

কেট বলেন, ‘আমরা ভাগ্যবান। একসঙ্গে সময় কাটাতে পারি। একসঙ্গে রাতের খাবার খাওয়া, ছবি দেখা কিংবা একটু বেশি সময় ধরে বিছানায় ঘুমানো প্রভৃতি অনেক কাজের মাধ্যমে আমরা ভালো সময় কাটাতে পারি।’

আরও পড়ুন ::

Back to top button