মডেলিং

ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের প্রথম হিজাবি স্কেটার

ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের প্রথম হিজাবি স্কেটার - West Bengal News 24

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিশ্বের প্রথম হিজাবি স্কেটার হিসেবে ফোর্বস ম্যাগাজিনে নিজের নাম লিখিয়েছেন মধ্যপ্রাচ্যের তরুণী জাহরা লরি। ম্যাগাজিনটির শীর্ষ ৩০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।

মধ্যপ্রাচ্যের তরুণী জাহরা লরির জন্ম ও বেড়ে ওঠা আবুধাবিতে। ২০১২ সালে ইতালিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় হিজাব পরে অংশ নেওয়ার সময় বিচারকদের বাধার মুখে পড়েন তিনি।

আরও পড়ুন : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অনেক ছবির সুযোগ হাতছাড়া হয় তার

বিষয়টি সে সময়ে বেশ আলোচনার জন্ম দেয়। এ ঘটনার পর হিজাব বান্ধব স্কেটিং ড্রেস তৈরি করে সমস্যার সমাধানে ভূমিকা রাখে ক্রীড়া পোশাক নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। ২০১৭ সালে আন্তর্জাতিক আসরে প্রথম নারী হিসেবে হিজাব পরে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেন জাহরা লরি।

জাহরা লরি বলেছেন, আমি বিশ্বকে দেখাতে চেয়েছি মুসলিম নারীরাও কোনো অংশে কম যান না। মুসলিম নারীদের অনুপ্রেরণা দিতেই হিজাব পরে স্কেটিং করছেন বলে জানান তিনি। অবশেষে চলতি বছর ফোর্বস ম্যাগাজিনে অনূর্ধ্ব ৩০ শীর্ষ নারী নেত্রীর তালিকায় উঠে এলো তার নাম।

আরও পড়ুন ::

Back to top button